সোমবার (১৫ মে) সকাল থেকে ট্রাকে করে প্রতিষ্ঠানটি তেল, চিনি, ডাল ও ছোলা বিক্রি শুরু করেছে।
এদিকে পরিবেশকদের মধ্যে সিলেট নগরীতে ৫ জন, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া শহরে ২ জন করে মোট ৬ জন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির সিলেট অফিস প্রধান ইসমাইল মজুমদার।
তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলাবাজারে বিক্রি হবে টিসিবির পণ্য।
তবে পণ্য পরিবহনে ব্যয়ভার বেশি পড়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলায় টিসিবির পণ্য যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টিসিবির সিলেটের অফিস সহকারী কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রতি লিটার তেল ৮৫ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ডিলারকে প্রতিদিন ১২শ' কেজি করে পণ্য দেওয়া হচ্ছে।
আগামী ১৮ জুন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনইউ/জেডএস