ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেট নগরীর পাঁচ স্থানে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
সিলেট নগরীর পাঁচ স্থানে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

সিলেট: সিলেট নগরীর পাঁচটিসহ সিলেট আঞ্চলের আওতাধীন ১১টি স্থানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। 

সোমবার (১৫ মে) সকাল থেকে ট্রাকে করে প্রতিষ্ঠানটি তেল, চিনি, ডাল ও ছোলা বিক্রি শুরু করেছে।  

এদিকে পরিবেশকদের মধ্যে সিলেট নগরীতে ৫ জন, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া শহরে ২ জন করে মোট ৬ জন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির সিলেট অফিস প্রধান ইসমাইল মজুমদার।

 

তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলাবাজারে বিক্রি হবে টিসিবির পণ্য।  

তবে পণ্য পরিবহনে ব্যয়ভার বেশি পড়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলায় টিসিবির পণ্য যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

টিসিবির সিলেটের অফিস সহকারী কামরুজ্জামান বাংলানিউজকে বলেন,  প্রতি লিটার তেল ৮৫ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ডিলারকে প্রতিদিন ১২শ' কেজি করে পণ্য দেওয়া হচ্ছে।  

আগামী ১৮ জুন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।