ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ইয়াবাসহ যুবসংহতির সভাপতিসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
নবাবগঞ্জে ইয়াবাসহ যুবসংহতির সভাপতিসহ আটক ২

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ উপজেলা জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুবসংহতির সভাপতি আবুল হোসেন (৪৫) ও বাহার মিয়া নামে তাহার সহযোগীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ ঋষিপাড়া এলাকার নিমাই মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের ছোট রাজপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে বাহার মিয়া (৫৯)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আবুল হোসেন উপজেলা জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুবসংহতির সভাপতি বলে জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চৌকদার।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।