ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর: গাজীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অগ্রণী মডেল কলেজের আয়োজনে কলেজের পরিচালক, প্রতিষ্ঠাতা ও বিজিআইএফটি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন স্কুল থেকে ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন- অগ্রণী মডেল কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, শিক্ষক তাজলিমা আক্তার, সালমা খাতুন, ফারজানা আক্তার, জহিরুল ইসলাম, বিকাশ চন্দ্র অধিকারী ও সোহাগসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।