ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে হচ্ছে এবিএম মুসার নামে সেতু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ফুলগাজীতে হচ্ছে এবিএম মুসার নামে সেতু সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করছেন সংসদ সদস্য শিরীন আখতার/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরে প্রায় ৪শ বছরের পুরনো ঐতিহাসিক হাজির ভাগনার উপরের নির্মিত হতে যাওয়া সেতুটির নামকরণ করা হয়েছে সাংবাদিক এবিএম মুসার নামে।

সোমবার (১৫ মে) বিকেলে ১৪০.২০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অণিল বনিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি জামাল উদ্দিন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারিক, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের, সা. সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধনের ফলে এলাকার জনগণের প্রাণের দাবি পূরণ হতে চলছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।