সোমবার (১৫ মে) বিকেলে ১৪০.২০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অণিল বনিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি জামাল উদ্দিন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারিক, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের, সা. সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধনের ফলে এলাকার জনগণের প্রাণের দাবি পূরণ হতে চলছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসইচডি/এএ