গ্রেফতারকৃতরা হলেন- সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত ওরফে আবুল কালাম আজাদ।
পাঁচ আসামির মধ্যে ধর্ষকদের বন্ধু ও সহযোগী নাঈম আশরাফই এখন পর্যন্ত পলাতক।
র্যাব -১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতব্বর বাংলানিউজকে জানান, সোমবার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর নবাবপুরের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে মামলার ৪ নম্বর আসামি বিল্লালকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ঢাকা মহানগর উত্তরের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে গুলশান-১ থেকে মামলার ৫ নম্বর আসামি রহমতকে গ্রেফতার করেন ডিবি সদস্যরা।
ধর্ষণের ঘটনায় গত ৬ মে এক তরুণী মামলা করার পাঁচদিন পর গত বৃহস্পতিবার (১১ মে) রাতে সিলেট থেকে প্রধান আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ।
মূল দুই আসামিকে গ্রেফতারের চারদিন পর গ্রেফতার হলেন বিল্লাল ও রহমত।
বনানীর বিলাসবহুল রেইন-ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মাসখানেক আগের ওই ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
পিএম/আরআর/এএসআর