সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্পোরাল এবং ডিজিএফআই’র সিলেট শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, সিলেট থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদে একটি গাড়ি তুহিনের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
পরে তুহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এরপর ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।
তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে সে সর্ম্পকে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ