ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সরাইলে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর কর্পোরাল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
সরাইলে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর কর্পোরাল নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুহিনুজ্জামান (৩৪) নামে বিমান বাহিনীর এক কর্পোরাল নিহত হয়েছেন।

সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্পোরাল এবং ডিজিএফআই’র সিলেট শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার মাইঝপাড়া গ্রামের দেলোয়ারের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, সিলেট থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদে একটি গাড়ি তুহিনের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

পরে তুহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এরপর ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে তার মৃত্যু হয়।

তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে সে সর্ম্পকে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।