সোমবার (১৫ মে) রাত পৌনে ১০টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি বলেছে, ওই শো-রুমে অভিযানে গিয়ে ২১১.৪০৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। অভিযানের সময় সেখানকার কর্মকর্তারা মাত্র ২৫ কেজি স্বর্ণের ডকুমেন্টস দেখাতে সক্ষম হন।
এর আগে, রোববারও (১৪ মে) আপন জুয়েলার্সের ৪টি শো-রুমে অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযানে রয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সরকারের বিভিন্ন সংস্থা।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসজে/এইচএ/