ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হোসাইন উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলার ঘটেকচর এলাকায়। আর সামিউল ইসলাম (২) নামে অপর শিশুর মৃত্যু হয়েছে একই উপজেলার চরমুগরিয়া এলাকায়।

সোমবার (১৫ মে) সন্ধ্যা হোসাইনের এবং রাতে সামিউলের মৃত্যু হয়। হোসাইন ঘটেকচরের হেলালউদ্দিনের ছেলে।

আর সামিউল চরমুগরিয়ার কুতুবউল ইসলামের ছেলে।  

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ও রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগে পানিতে ডুবে যাওয়া দু’টি শিশুকে নিয়ে আসেন তাদের স্বজনেরা। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ষোষণা করেন।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।