ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মানিকগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ জন তিনজনকেই উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিনটি পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই হ্যালোবাইক চালক ও এক বাসযাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ মে) জেলার বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুই হ্যালোবাইক চালক হলেন রিয়াদ হোসেন (১৮) ও তালেম মিয়া (২০)।

আর বাসযাত্রী হলেন বাবুল (৪০)।

রিয়াদের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার হিজুলী এলাকায়। তার বাবা রমজান আলী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় রিয়াদকে অজ্ঞান করে তার হ্যালোবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে হাসপাতালে ভর্তি করেন।

তালেম মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে। জানা যায়, মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজার সামনে তালেমকে অজ্ঞান করে তার হ্যালোবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য। বিষয়টি বুঝতে পেরে তালেম চিৎকার করলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তখন তালেমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আর বাবুলকে পাওয়া যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গুরুতর অসুস্থ অবস্থায়। তিনি সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে তিনি।  

তবে কিভাবে এবং কী কারণে তিনি মানিকগঞ্জে এসেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বদরুল আলম বাংলানিউজকে জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।