সোমবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মজিবুর রহমান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরের ভেতর শুয়ে ছিলেন মজিবুর। সেসময় প্রচণ্ড ঝড়ো বাতাস বইছিলো। এসময় হঠাৎ করে টিনের চালসহ পুরো ঘরটি হেলে মজিবুরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/