সোমবার (১৫ মে) রাতে পৃথক দু’টি ঘটনায় তারা দগ্ধ হন।
সাখাওয়াত হোসেন সদর উপজেলার বড়গ্রাম পাতৈলশাহ গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে এবং বিউটি ফুলবাড়ী উপজেলার দেবীপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সদর উপজেলার জনতার মোড় থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে সাখাওয়াত দগ্ধ হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বজ্রপাতের পর সাখাওয়াত ডান কানে কম শুনতে পাচ্ছেন।
অপর দিকে রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার দেবীপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে দগ্ধ হন বিউটি। তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিকেল কলেজ হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক বাংলানিউজকে জানান, দগ্ধদের মধ্যে বিউটি আরার অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/