ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পশু পাচার বন্ধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মতৈক্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৭
পশু পাচার বন্ধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মতৈক্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

রাজশাহী: রাজশাহীর বাঘা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে অবৈধ পশু পাচার বন্ধে দুই বাহিনীই মতৈক্যে পৌঁছেছে। সোমবার (১৫ মে) রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


 
এতে বলা হয়েছে, পতাকা বৈঠকে অবৈধ উপায়ে পশু পাচার বন্ধে দুই বাহিনী একমত হয়েছে। এছাড়াও সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা,সমন্বিত টহল এবং মাদক, অস্ত্র ও গোলাবরুদ পাচার প্রতিরোধসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিজিবি-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আজানানো হয়, বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৭৮/৫-এস থেকে এক হাজার ২শ’ গজ বাংলাদেশের ভেতরে ভানুকর পদ্মা নদীর পাড় নামক এলাকায় এই বৈঠক হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৈঠক চলে।  

এলাকাটি ভারতের বেরহামপুর বিএসএফ সেক্টরের অধীনে এবং বিএসএফ-৪৩ ব্যাটালিয়নের খাসমহল ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে। সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।  

এতে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ। বিএসএফ’র ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেরহামপুর বিএসএফ’র ডিআইজি ইউসি হাজারীকা।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।