ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩ ছিনতাইকারীকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
দিনাজপুরে ৩ ছিনতাইকারীকে আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের মাহুদপাড়া এলাকার পার্কে ছিনতাইকালে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় পার্কটিতে বেড়াতে আসা দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া মালামালও উদ্ধার করে র‌্যাব।

আটকৃত তিন ছিনতাইকারী হলো- দিনাজপুর সদরের মাহুদপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. রাজু ইসলাম (১৮), একই এলাকার সামছুলের ছেলে রাব্বি হোসেন (১৫) ও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহবতপুর এলাকার মজিবর রহমানের ছেলে নাইমুল ইসলাম নাঈম (১৪)।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরের মাহুদপাড়া এলাকায় অবস্থিত ওই পার্কে নূর হোসেন নামে এক ব্যক্তি সস্ত্রীক বেড়াতে এলে পাঁচজন কিশোর-যুবক তাদের পথরোধ করে মারধর করে এবং তাদের সঙ্গে থাকা মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তাদের চিৎকারে সেখানে উপস্থিত র‌্যাব সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। এসময় ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।  

পাঁচ ছিনতাইকারীর মধ্যে পলাতক বাকি দুইজনকে আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।