ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

এএফডব্লিউসি প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএফডব্লিউসি প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সেরিমনি। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বাংলাদেশ আর্মড ফোর্স ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্যিক বিষয়ে অভিজ্ঞতা অর্জনে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছে।

সোমবার (১৫ মে) বিকেলে প্রতিনিধি দলটি প্রথমে বেনাপোল কাস্টমস হাউজ ও পরে বন্দর এলাকা পরিদর্শন করে।  

প্রতিনিধি দলের নেতা ব্রিগেডিয়ার জেনারেল মাহাব্বুল হকের নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধি দলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন।

 

প্রতিনিধি দলটি বিকেল ৪টায় বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক বরণ করে নেন।  

পরে প্রতিনিধি দলটি বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে কাস্টমস কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে বৈঠকে মিলিত হয়। সেখানে পণ্য খালাস প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারা বেনাপোল বন্দর  ও চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত ব্যবস্থা ঘুরে দেখেন।  

বিকেল সাড়ে ৫টায় বন্দর পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বেনাপোল চেকপোস্ট নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যৌথ রিট্রিট সেরিমনি উপভোগ করেন। সেখানে দু‘দেশের জাতীয় পতাকা একসঙ্গে নামানো ও সম্মান প্রদর্শন হয়। সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকায় ফেরে।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এজেডএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।