ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় আশা কর্মকর্তা নিহত 

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
রংপুরে সড়ক দুর্ঘটনায় আশা কর্মকর্তা নিহত 

রংপুর: রংপুরে সড়ক দুর্ঘটনায় বেসরকারি সংস্থা (এনজিও) আশার কর্মকর্তা ইউনুছ আলী (৪০) নিহত হয়েছেন। 

সোমবার (১৫ মে) রাত ৯টার দিকে মহানগরীর হাজীরহাটে এ দুর্ঘটনা ঘটে। ইউনুছ আলী গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গার আব্বাস আলীর পুত্র।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনুছ আলী নিজের বাসা থেকে মোটরসাইকেলযোগে হাজীরহাটে আশা অফিসে যাচ্ছিলেন। এমন সময় রংপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ইউনুছের মৃত্যু হয়।  

এলাকাবাসী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৫৯১) আটক করেছে। তবে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।  

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।