সোমবার (১৫ মে) রাত ৯টার দিকে মহানগরীর হাজীরহাটে এ দুর্ঘটনা ঘটে। ইউনুছ আলী গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গার আব্বাস আলীর পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনুছ আলী নিজের বাসা থেকে মোটরসাইকেলযোগে হাজীরহাটে আশা অফিসে যাচ্ছিলেন। এমন সময় রংপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ইউনুছের মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৫৯১) আটক করেছে। তবে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এইচএ/