সোমবার (১৫ মে) দিনগত রাত ৯টার সময় জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথ বৈঠক শেষে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সভাপতি প্রশান্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর, বাস মালিক আব্দুর রশীদ প্রামাণিক, বাবুল আক্তার, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জেলা ট্রাক, ট্র্যাক্টর ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশান্ত কুমার পোদ্দার বাংলানিউজকে জানান, সম্প্রতি সিংড়া উপজেলায় বাস মালিক সমিতি নামে একটি সংগঠন করে সিংড়ার ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। প্রতিবাদ করায় তারা নাটোর বাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন বাসের স্টাফদের মারপিট করে গাড়ি উল্টো ফিরিয়ে দেন।
এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পরও চাঁদা উত্তোলন অব্যাহত রাখা হয়। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। বরং তারা প্রতিটি গাড়ি থেকে জোর করে ১৭০ টাকা করে চাঁদা আদায় করছে।
সোমবার (১৫ মে) এ নিয়ে প্রতিবাদ জানালে তারা রংপুর, দিনাজপুর ও বগুড়াগামী নাটোর সমিতির সব বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি নাটোরে ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনার পর নাটোরের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে রাতে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে যৌথ বৈঠকটি অনুষ্ঠিত হলো।
প্রশান্ত কুমার পোদ্দার বলেন, বৈঠকে সিংড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে সকল জেলা ও আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বাংলানিউজকে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর বাস মালিক সমিতির প্রতিনিধিরা চাঁদা উত্তোলনের বিষয়টি জানিয়ে একটি লিখিত চিঠি দিয়েছেন। কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানতে চাওয়া হয়।
কিন্তু ব্যবস্থা গ্রহণের আগেই ধর্মঘটের ডাক দেওয়া হলেও তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। একটি দিনও সময় না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে এ বিষয়ে আলাপ করা হবে।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/