ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজাপুরে রাম দা- গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
রাজাপুরে রাম দা- গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক র‌্যাবের হাতে আটক সুলতান গাজী। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে দু’টি রাম দা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কফিলউদ্দীন নেতৃত্বে সোমবার (১৫ এপ্রিল) উপজেলার পশ্চিম পুটিয়াখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম সুলতান গাজী (৬৫)।

তিনি মধ্য পুটিয়াখালী এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।

অভিযানের সময় সুলতান গাজীর হাতে থাকা ব্যাগের মধ্যে ৩৫০ গ্রাম গাঁজা ও তার ঘরে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত দু’টি রাম দা জব্দ করা হয়।  

রাতে র‌্যাবের পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান গাজী র‌্যাবের কাছে স্বীকার করেছেন, তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার রাজাপুর থানাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন। পাশাপাশি মাদক ব্যবসায় সহায়ক হিসেবে রাম দা দু’টি নিজের কাছে রাখছিলেন।

বাংলা‌দেশ সময় : ০৬৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।