সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দু’জন হলেন- নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমাছড়া এলাকার সাধকচন্দ্র চাকমার ছেলে চিরনজিৎ চাকমা (৩৫) এবং একই এলাকার শুক্র কুমার চাকমার ছেলে কৃষ্ণ বিকাশ চাকমা (২৬)।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার (এসপি সাঈদ তারিকুল হাসান জানান, গত ১০ এপ্রিল রাঙ্গামাটির ঘিলাছড়ি ইউনিয়নে মোটর সাইকেল চালক সাদিকুল ইসলামকে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে সাদিকুলের বড় ভাই হাদিকুল ১৪ এপ্রিল নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ অপরাধীদের খুঁজতে অভিযান পরিচালনা করে। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় সোমবার সদর উপজেলার কুতুকছড়ি-সাপছড়ি সীমান্তের খামার পাড়া এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল্লাহ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ।
গত ১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি ইউনিয়নের উদ্দেশ্যে সাদিকুলের মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আসে দু’জন যুবক। এরপর সাদিকুল নিখোঁজ হন। ঘটনার চারদিন পর ১৪ এপ্রিল নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মূল সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এইচএ/