ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে সবুজ দেয়াল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বিমানবন্দর সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে সবুজ দেয়াল বিমানবন্দর সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে তৈরি হচ্ছে সবুজ দেয়াল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিমানবন্দর থেকে বনানী পযন্ত সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে প্রশস্ত ফুটপাতের সঙ্গে এবার তোলা হচ্ছে দেয়াল। দেয়াল তুলে বস্তি এলাকা ও রেললাইন থেকে সড়কটিকে আলাদা করা হবে। উদ্যোগটি সড়ক ও জনপথ অধিদপ্তরের। তাদের তত্বাবধানে এ কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। এতে রেলে মানুষের কাটা পড়া বন্ধ হবে। ছিনতাই করে পালিয়ে যাওয়াও রোধ হবে। দেয়ালটি হবে দৃষ্টিশোভন আর পুরোপুরি সবুজে আচ্ছাদিত।

ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নির্বাহী আবেদ মনসুর বাংলানিউজকে জানান, বিমানবন্দরে নেমে কেউ যখন এই সড়কপথ ধরে রাজধানীরে ভেতরে আসতে থাকবেন তখন বনসাইয়ের শোভা তাদের মুগ্ধ করবে। তবে দেয়াল না দিলে আশেপাশের বস্তি এলাকার ছবি এই লাবণ্যকে ম্লান করে দেবে।

এ কারণে রাস্তার উত্তর পাশে ৪ থেকে ৭ ফুট উচ্চতার সবুজে আচ্ছাদিত একটি দেয়াল তোলা হচ্ছে। এর ফলে পথচারীরা নিরাপদে হাঁটতে পারবেন।

ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে ক্ষিলক্ষেত ও উত্তরা থানা থেকেও দেয়াল তুলতে সুপারিশ করা হয়েছে বলে উল্লেখ করেন আবেদ মনসুর। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন দেয়াল তুলতে আপত্তি জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান বাংলনিউজকে বলেন, সিটি করপোরেশনের আপত্তির কারণ আমরা লিখিতভাবে জানতে চেয়েছি।

সবুজ উদ্দিন আরও বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ফোনকল করে ‘দেয়াল কেন?’ জানতেই চেয়েছেন। এজন্যই তাদেরকে আপত্তির কারণ লিখিতভাবে দিতে বলেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
বিমানবন্দর সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে তৈরি হচ্ছে সবুজ দেয়াল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসরেজমিন বিমানবন্দর-বনানী ৬ কিলোমিটার রাস্তার দু’পাশ এখন ঝোঁপঝাড়হীন। আলোকোজ্জ্বল করে চলছে শোভাবর্ধন। উন্নতমানের এলইডি লাইট জ্বলে ওঠে সন্ধ্যা হলেই। পুরো সড়কপথে লাগবে সিসিটিভি ক্যামেরা। দৃষ্টিনন্দন করে ওয়াকওয়ে নির্মাণও চলছে। লাগানো হয়েছে বড় আকারের শতাধিক চীনা বনসাইতরু। এক মাসের মধ্যে লাগবে আরও এক হাজারের বেশি।

সড়কের রক্ষণাবেক্ষণ এবং পথচারীদের নিরাপত্তার জন্য ফুটপাতের পাশে দেয়াল তোলাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। অবৈধ মাদক কেনাবেচাও হয় এসব বস্তি থেকে। দেয়াল তোলার পর এসব বন্ধ হবে বলে মনে করেন তারা।

ক্ষিলক্ষেত মান্নান প্লাজা এলাকার দোকানদার রমিজ উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে মাসে বহু লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। দেয়াল তুললে রেললাইনে মানুষের হাঁটা বন্ধ হবে। আর ছিনতাইকারীরাও সড়কে ছিনতাই করে রেললাইন পেরিয়ে বস্তিতে ঢুকে পড়তে পারবে না।

সরেজমিন দেখা গেছে, বিমানবন্দর থেকে ক্ষিলক্ষেত পর্যন্ত একাধিক জায়গায় অরক্ষিত অবস্থায় রয়েছে সড়ক। বস্তিতে রাস্তা পারাপারের জন্য অবৈধ সংযোগ পথ ধরে চলছে অবাধ যাতায়াত। এসব স্থানেই চলছে দেয়াল নির্মাণের কাজ।

এর মধ্যে দুটি জায়গায় ট্রেনে কাটা পড়া ও ছিনতাইয়ের একাধিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। তাতে নিজ দায়িত্বে পার হওয়ার কথা লেখা রয়েছে। এমনকি দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ ‘নিজেই দিতে বাধ্য থাকবেন’ বলে আদেশ করেছে রেল কর্তৃপক্ষ।

ক্ষিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলের ঠিক বিপরীতে বনরূপা এলাকায় প্রবেশমুখে সাইনবোর্ডের এমন নির্দেশ অমান্য করেই অবাধে মানুষ পার হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, দেয়াল না থাকায় প্রতি মাসে এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।
বিমানবন্দর সড়কে শোভা ও নিরাপত্তা বাড়াতে তৈরি হচ্ছে সবুজ দেয়াল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার ক্ষিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকার পাশে রেললাইন ঘেঁষে একাধিক বস্তি গড়ে উঠেছে। এসব বস্তি থেকে দৌড়ে রাস্তায় আসতে গিয়ে মৃত্য ঘটছে অহরহ। এ কারণে নির্ধারিত পয়েন্ট খুলে দিয়ে দেয়াল উঠলে সড়কশোভা ও নিরাপত্তা দুটোই বাড়বে বলে মনে করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

অধিদপ্তরের অধীনে একাজে নিয়োজিত ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ জানায়, দেয়াল তুলে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি কুড়িল এলাকায় রেললাইন পারপারে একটি ‘ফুট-ওভারব্রিজ’ তারা নির্মাণ করে দিচ্ছেন। যাতে রেলে কাটা পড়ে মৃত্যু বন্ধ হয়।

দেয়াল নির্মাণে সিটি করপোরেশন আপত্তি জানালেও জায়গাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের।   তাই এতে করপোরেশনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে দাবি করেছেন সড়ক ও জনপথ ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।