ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়‍াডাঙ্গ‍া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে এ অভিযান শুরু করে তারা। এর আগে সোমবার (১৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ওই বাড়ি ২টি ঘিরে রাখে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা।

বাড়ি ২টির মালিকের নাম সেলিম ও প্রান্ত।

র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিম হলো ৭মে (রোববার) মহেশপুরের হঠাৎপাড়ায় পুলিশের গুলিতে নিহত তুহিনের ভাই এবং প্রান্ত হলো তাদের চাচাতো ভাই।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।