ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদের কাছে তিনি অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু ও শাহ ফখরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. নুরুজ্জামান চৌধুরী শওকত, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী, সদস্য এমএ মজিদ, সদস্য শরীফ চৌধুরী, কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ ও তরফ সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য সৈয়দ শাহ দরাজ।

এ সময় উপস্থিত সবাই জগদীশ চন্দ্র মোদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসক্লাবের তৃতীয় তলা নির্মাণকাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।