মঙ্গলবার (১৬ মে) সকালে সাভারের নামা গেন্ডা ঘাসমহল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
নিহত ট্রাক চালকের চাচাতো ভাই বাবুল মিয়া অভিযোগ করে বলেন, ঝগড়ার জের ধরে সকালে ঘাসমহল এলাকায় নিজ ভাড়া বাড়িতে ট্রাক চালক একরাম আলীকে পিটিয়ে হত্যা করে শ্বশুর আলী হোসেন ও তার স্ত্রী আলেয়া।
স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একরামের স্ত্রী আলেয়াকে আটক করেছে পুলিশ।
এদিকে এ ঘটনার পর থেকে একরামের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত একরাম সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বিএস