ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল-নবীনগর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে এ যানজটে মহাসড়কটিতে আটকা পড়েছে শত শত যানবাহন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইল মির্জাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

অপরদিকে কালিয়াকৈর চন্দ্রা থেকে নবীনগর সড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের কারণে মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট।                                          ছবি: বাংলানিউজ

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান,  কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল সড়কে ভোরে সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ চলছে। এতে সড়কের দু’পাশ ভাঙা ও গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কটিও খানাখন্দরে ভরা। এ কারণে যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।