ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

চৌহালীতে নির্মাণাধীন বাঁধে আবারও ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
চৌহালীতে নির্মাণাধীন বাঁধে আবারও ধস চৌহালীতে নির্মাণাধীন বাঁধে আবারও ধস-ছবি বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বাঁধটিতে ধস নামার ফলে নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (১৫ মে) রাতে খাস কাউলিয়া ফাজিল মাদ্রাসা রোডের মাথায় এ ধস শুরু হয়। মঙ্গলবার (১৬ মে) সকাল পর্যন্ত বাঁধটির প্রায় ৪০ মিটার এলাকাজুড়ে ধসে গেছে।

তবে বালু বোঝাই জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

টাঙ্গাইল পাউবো ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের নভেম্বরে যমুনার পূর্ব তীর সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর এলাকার ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজ শুরু হয়। বাঁধটির নির্মাণ ব্যয় ধরা হয় ১০৯ কোটি টাকা।

সোমবার রাতে হঠাৎ করে নির্মাণাধীন ওই বাঁধটির চৌহালী ফাজিল মাদ্রাসা রোড এলাকায় ধস দেখা দেয়। এর আগে ২ মে একই বাঁধের জাজুরিয়া খগেনের ঘাট এলাকায় প্রায় ৭০ মিটার এলাকায় ধস দেখা দেয়। ওই সময় বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করে ধস ঠেকায় পাউবো।  

টাঙ্গাইল পাউবো’র নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনার পানি বৃদ্ধি ও নদীর ভেইজ লেবেল ডাউন হওয়ার কারণে এ ধস দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, এতে আতঙ্কের কিছু নেই। কিছুদিনের মধ্যেই এর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। এতে মূল বাধ নির্মাণে কোন প্রভাব পড়বেনা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।