মঙ্গলবার (১৬ মে) সকালে কালীগঞ্জ উপজেলার বেলুন এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্পনা ওই এলাকার প্রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রী।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, কল্পনা সকালে বাড়িতে কাজ করছিলেন। এক পর্যায়ে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে বলেও জানান কামাল হোসেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএস/আরআইএস/বিএস