ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্পনা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকালে কালীগঞ্জ উপজেলার বেলুন এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্পনা ওই এলাকার প্রমেশ চন্দ্র মন্ডলের স্ত্রী।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, কল্পনা সকালে বাড়িতে কাজ করছিলেন। এক পর্যায়ে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে বলেও জানান কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএস/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।