মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ওজোপাডিকোর পিচরেট শ্রমিক কল্যাণ সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তৈয়েবুর রহমান রাসেল।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খুলনা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান পপলু, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান (বুলু বিশ্বাস), জেলা শ্রমিক লীগের সভাপতি বি এম জাফর, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, কার্যকরী সভাপতি মো. ইলিয়াস হোসেন, সহ-সভাপতি হাছান বিশ্বাস, যুগ্ম-সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ওজোপাডিকোর ২১ জেলায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে। যারা গত ১৫-২০ বছর ধরে চাকরি করছেন। তাদের মাসিক পারিশ্রমিক তিন হাজার পাঁচশত থেকে চার হাজার টাকা, যা দিয়ে বর্তমানে চলা খুবই কঠিন। এই শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০১৫ সাল থেকে আন্দোলন করা হচ্ছে। বারবার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ স্থায়ীকরণের আশ্বাস দিয়ে এসেছেন। কিন্তু আজও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।
সাধারণ সম্পাদক মো. তৈয়েবুর রহমান রাসেল বাংলানিউজকে বলেন, পিচরেট শ্রমিকরা ১৫-২০ বছর ধরে মিটার রিডিং, বিল বিতরণ, নোটিশ বিতরণ, বিদ্যুৎ লাইনের সমস্ত কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং কর্তৃপক্ষের সমস্ত কার্য্যাদি সম্পাদন করে থাকেন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই কাজ করে আসছেন। কিন্তু আমাদের চাকরি স্থায়ী হয়নি। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমাদের দুর্দশার কথা বিবেচনা করে চাকরি স্থায়ীকরণের বিষয়টি ভেবে দেখবেন।
মানববন্ধনে ওজোপাডিকোর ২১ জেলার পিচরেট শ্রমিক কল্যাণ সমিতির শ্রমিকরা অংশগ্রহন করেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমআরএম/জিপি/বিএস