নাটোর: নাটোরে ট্রেনে কাটা পড়ে একটি মেয়ে শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মা-মেয়ে হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৬) দুপুর দেড়টার দিকে নাটোর রেল স্টেশনের কাছে হুগোলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোর রেল স্টেশনের মাস্টার খান মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, এক নারী পাঁচ/ছয় বছরের একটি মেয়েকে নিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন।
এসময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা মা-মেয়ে হতে পারে।
তিনি আরো জানান, রেলওয়ে জিআরপি থানায় খবর দেয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।