মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন জেলা প্রশাসকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফরজানা মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমেদ চৌধুরীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা।
সভায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন ও এস এম রিপন শাহ, রেজাউল বারী বাবুল প্রমুখ।
সভায় বক্তারা চান্দনা চৌরাস্তায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণ, শিল্পকারখানার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) ব্যবস্থাপনা চালু, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, মাদক-হাউজি ও সিটি করপোরেশন এলাকায় অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নের দাবি জানান।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএস/জিপি/জেডএস