ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
নাটোরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার নাটোরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার-ছবি: বাংলানিউজ

নাটোর: প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নাটোর জেলা বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ১টার দিকে জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের যৌথ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার।
 
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর, বাস মালিক আব্দুর রশীদ প্রামাণিক, বাবুল আক্তার, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জেলা ট্রাক, ট্র্যাক্টর ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।


 
জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক শাহিনা খাতুনের সঙ্গে বৈঠকে চাঁদাবাজি বন্ধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এ ধর্মঘট থেকে সরে আসেন।
 
সোমবার (১৫ মে) রাতে জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথ বৈঠক শেষে এ ধর্মঘটের ঘোষণা দেন। ওই ঘোষণার পর মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে নাটোরের সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম দুর্ভোগে পড়ে ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা।

** চাঁদাবাজি বন্ধের দাবিতে নাটোরে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।