ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

৪৫ দিনে খুলনা রেঞ্জে জঙ্গিসহ গ্রেফতার ১৬৪৫৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
৪৫ দিনে খুলনা রেঞ্জে জঙ্গিসহ গ্রেফতার ১৬৪৫৭

খুলনা: গত ৪৫ দিনে খুলনা রেঞ্জে জঙ্গিসহ মোট ১৬ হাজার ৪শ’ ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২ এপ্রিল খুলনা রেঞ্জে উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে মো. দিদার আহম্মদ যোগদান করেন। তারপর থেকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রুটিন কাজের পাশাপাশি খুলনা রেঞ্জব্যাপি দু’টি বিশেষ অভিযান পরিচালনা করেন তিনি।

যোগদানের পর থেকে মঙ্গলবার (১৬ মে) সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ বিগত ৪৫ দিনে খুলনা রেঞ্জে ওয়ারেন্ট তামিলের সংখ্যা ১১ হাজার ৪শ’ ৫৬টি। এ সময়ে নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছে ৩ হাজার ৭শ’ ৩৫ জন, জঙ্গি গ্রেফতার ১৭ জন ও অন্যান্য গ্রেফতার ১ হাজার ২শ’ ৪৯ জনসহ সর্বমোট ১৬ হাজার ৪শ’ ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই সময়ে ৩৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১১টি দেশি অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ১৩০ রাউন্ড গুলি এবং ৬৫টি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ৫ হাজার ৬শ’ ৫ বোতল ফেনসিডিল, ৮৩ হাজার ৭শ’ ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৭৪৯ গ্রাম ১৮৯ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৯৪৬ গ্রাম ৬৭৮ পুরিয়া গাঁজা, ১৭টি গাঁজা গাছ, ৪৮৯ লিটার ৭৬ বোতল ৫২০ গ্রাম মদ, ১৭৯ লিটার তাড়ি এবং ১ হাজার ৬০১ পিস ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজির সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান মঙ্গলবার (১৬ মে) দুপুরে বাংলানিউজকে এসব তথ্য জানান।

অভিযান প্রসঙ্গে খুলনা রেঞ্জে  উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. দিদার আহম্মদ বাংলানিউজকে বলেন, ‘আমার মূল লক্ষ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়ন, মাদক ও জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে নিরলস পরিশ্রম করে যাওয়া। জনগণের অংশীদারিত্বের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবো এ আমার দৃঢ় বিশ্বাস। আমি এ কাজে সবার সহযোগিতা চাই’।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা,  মে ১৬, ২০১৭
এমআরএম/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।