ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বরিশালে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঝড়ে ভেঙে পড়েছে বিলবোর্ড

বরিশাল: বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ ব্যবস্থার। রাস্তার পাশের বিলবোর্ড ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও বসতবাড়ি। উড়ে গেছে ঘরের টিনের চাল।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৫ মে) দিনগত রাত ১টা ৩১ মিনিটে ঝড় শুরু হয়ে ৩ মিনিট স্থায়ী হয়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এ সময় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঝড়ে বরিশাল নগরী ও আশপাশের এলাকায় বেশ কিছু গাছপালার ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎ ব্যবস্থ‍া অকেজো হয়ে পড়ে। পরে ঝড়ের ছয় ঘণ্টা পর মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা নাগাদ তা মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

এদিকে দপদপিয়া সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলকায় দু’টি বিলবোর্ড ভেঙে বেশকয়েটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ঘরের টিনের চাল। পটুয়াখালী ও বরিশালের বেশ কিছু উপজেলায় ক্ষতি হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।