ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
রামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি রামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন। সাজাপ্রাপ্ত মনির হোসেন রামগঞ্জের পশ্চিম শেখপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি বাংলানিউজকে জানান।

আদালত সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামে ২০১২ সালের ১৭ নভেম্বর দুই লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রী কুসুমকে তার স্বামী নিজঘরে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার দিন বিকেলে নিহতের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।