মঙ্গলবার (১৬ মে) দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন। সাজাপ্রাপ্ত মনির হোসেন রামগঞ্জের পশ্চিম শেখপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি বাংলানিউজকে জানান।
আদালত সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামে ২০১২ সালের ১৭ নভেম্বর দুই লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রী কুসুমকে তার স্বামী নিজঘরে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার দিন বিকেলে নিহতের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এএ