ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
রাঙ্গামাটিতে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু রাঙ্গামাটিতে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: নৌ পরিবহন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটিতে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, দেশীয় নৌযান মালিক সমিতির সভাপতি  মোজাম্মেল হক, টেম্পু বোট মালিক সমিতির সভাপতি মো. সোলাইমান, পর্যটন টেম্পু বোট মালিক সমিতির সভাপতি মো. রমজান, নৌ শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ দে ও সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাহেদ চৌধুরী সব নৌযান মালিক-শ্রমিকদের উদ্দেশে বলেন, নৌ ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌযানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। দুযোর্গ আবহাওয়ার সময় সংকেত মেনে চলতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।

পরে নৌযান মালিক সমিতির উদ্যোগে অতিথিদের নিয়ে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাট থেকে কাপ্তাই হ্রদ ভ্রমণ করে ফিসারী ঘাটে এসে এ ভ্রমণ শেষ হয়।

২২ মে এ দিবস পালন শেষ হবে এবং ২৩ মে এ দিবসের তাৎপর্যের উপর জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ