ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বন্দিদের জন্য তৈরি হবে উন্মুক্ত কারাগার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
বন্দিদের জন্য তৈরি হবে উন্মুক্ত কারাগার

ঢাকা: কারাগারে আসার পর বন্দিরা সংশোধন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে যাতে পরিবারের কাছে ফিরে যেতে পারে সেজন্য উন্মুক্ত কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে। 

কারাগারে দীর্ঘদিন থাকায় বন্দিরা সামাজিকতাসহ অনেক কিছুই ভুলে যায়। এ কারণে কারামুক্তির পর বাইরের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না।

বন্দিরা যাতে খুব সহজে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেজন্য তাদের উন্মুক্ত কারাগারে রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতরের যৌথ আয়োজনে ঢাকাতে ৪র্থ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংশোধনাগার ব্যবস্থাপকদের আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, মুক্তির আগে নির্দিষ্ট সময়ের জন্য বন্দিদের উন্মুক্ত কারাগারে রাখা হবে। বন্দিদের প্রশিক্ষণ দেওয়াই হবে উন্মুক্ত কারাগারের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষ হলে তাদের মুক্তি দেওয়া হবে।  

কী কী ধরনের প্রশিক্ষণ থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেখানে কারিগরি এবং কৃষিজ প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন ফিসারিজ, পোল্ট্রি, ফার্মিংসহ বিভিন্ন চাষাবাদ। আর কারিগরির মধ্যে ইলেক্ট্রিক্যাল ওয়ার্ক, টাইলস ফিটিং, কাঠের আসবাবপত্র তৈরি ইত্যাদি।  

কবে নাগাদ এই উন্মুক্ত কারাগার তৈরি হবে জানতে চাইলে আইজি প্রিজন বলেন, বন্দিদের উন্মুক্ত কারাগারের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।  

তিনি বলেন, এরজন্য কারাগারে বন্দিদের শ্রেণিবিন্যাস করে রাখতে হবে। মুক্তির নির্দিষ্ট সময় আগে তাদের প্রশিক্ষণের জন্য উন্মুক্ত কারাগারে আনা হবে। বন্দির আচরণ ও অপরাধের ধরনের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাসের কাজটি করা হবে।  

সাজা নয়, বন্দিদের সংশোধন করাই হবে কারাগারের মূল কার্যক্রম, যোগ করেন আইজি প্রিজন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসজেএ/আরআর/এমজেএফ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ