মঙ্গলবার (১৬ মে) দুপুরে ব্যবসায়ী শ্রমিক লীগের নেতাকর্মীরা নগরীর গাঙ্গিনারপাড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।
পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফুটপাত থেকে আমাদের উচ্ছেদ করে গরীবের পেটে লাথি দেওয়া হয়েছে। অথচ আমাদের পূর্নবাসনের ব্যবস্থা করা হয়নি। সামনে ঈদ আসছে। ব্যবসা না করতে আমাদের না খেয়ে মরতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআরএস/বিএস