ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ময়মনসিংহে ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ফুটপাত উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকলীগ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ব্যবসায়ী শ্রমিক লীগের নেতাকর্মীরা নগরীর গাঙ্গিনারপাড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।

পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফুটপাত থেকে আমাদের উচ্ছেদ করে গরীবের পেটে লাথি দেওয়া হয়েছে। অথচ আমাদের পূর্নবাসনের ব্যবস্থা করা হয়নি। সামনে ঈদ আসছে। ব্যবসা না করতে আমাদের না খেয়ে মরতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।