মঙ্গলবার (১৬ মে) দুপুর ২টার দিকে সৈয়দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তার সদর উপজেলার চক আমহাটি গ্রামের জমসেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মুক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সৈয়দ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/