ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অভিযান স্থগিত, বিপুল বিস্ফোরক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ঝিনাইদহে অভিযান স্থগিত, বিপুল বিস্ফোরক উদ্ধার  ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে অভিযান চলছে

ঝিনাইদহ: জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে অভিযান স্থগিত করা হয়েছে। এ অভিযানে দু’টি সুইসাইডাল ভেস্ট, ১৮৬টি পি‌ভিসি সার্কি‌ট বোর্ড, ১৮টি নিও‌জেল, একটি এ‌ন্টি মাইন ও  বোমা তৈরির রাসায়‌নিক ভর্তি চারটি ড্রাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ মে) দিনগত রাত ১২টার পর থেকে ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা এ অভিযান চালায়। তাদের সহযোগিতায় ছিল পুলিশ।



মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা পৌনে ৬টায় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার আবার অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে খুলনা র‌্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, সোমবার রাতে জঙ্গি সন্দেহে ওই এলাকার আত্তাবউদ্দিন ওরফে আতার ছেলে সেলিম (৩৩) এবং মতিয়ার রহমানের ছেলে প্রান্তকে (১৭) আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্য মতে রাত ১২টা থেকে সেলিম ও প্রান্তর বাড়িতে অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত চালানো এ অভিযানে সেলিমের বাড়ির পেছনে মাটির নিচ থেকে দু’টি সুইসাইডাল ভেস্ট ও প্রান্তর বাড়ির কাছের কলা বাগানে পাঁচটি বোমা পাওয়া যায়। এরপর ওই দুই বাড়িতে অভিযান শেষ ঘোষণা করা হয়।

তিনি আরো জানান, সেলিম ও প্রান্তর দেয়া তথ্য অনুযায়ী বিপুল অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরকের সন্ধানে পাশের আরেকটি স্পটে অভিযান চালাচ্ছে র‌্যাব। এরই মধ্যে সেখান থেকে ২০ ডিনামাইট স্টিক উদ্ধার করা হয়েছে।   অভিযান স্থলে বোম্ব ডিসপোজাল টিম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ