ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণে আছে জঙ্গিবাদ, নির্মূলে কাজ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
নিয়ন্ত্রণে আছে জঙ্গিবাদ, নির্মূলে কাজ চলছে

ঢাকা: বাংলাদেশ জঙ্গিবাদ দমনে সফল হয়েছে, জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে তবে জঙ্গি নির্মূলের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (১৬ মে) বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাগদাদ কিংবা সিরিয়ায় যারা জঙ্গি হতে গিয়েছিলো এবং প্রশিক্ষণ নিয়েছে তারা নিশ্চয়ই দেশে ফিরবে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও সতর্কতা জারি আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে ফেরত মোস্ট ওয়ান্টেড জঙ্গি ও যুক্তরাজ্য ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের প্রধান রেজওয়ান হারুন সম্পর্কে এখনি কিছু বলতে চাই না, অনুসন্ধান চলেছে।

এ সময় রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ জন্য জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ কর্মকর্তারা বাংলাদেশে এসে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ দেওয়াসহ সব ধরনের সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ