মঙ্গলবার (১৬ মে) বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাগদাদ কিংবা সিরিয়ায় যারা জঙ্গি হতে গিয়েছিলো এবং প্রশিক্ষণ নিয়েছে তারা নিশ্চয়ই দেশে ফিরবে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও সতর্কতা জারি আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে ফেরত মোস্ট ওয়ান্টেড জঙ্গি ও যুক্তরাজ্য ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের প্রধান রেজওয়ান হারুন সম্পর্কে এখনি কিছু বলতে চাই না, অনুসন্ধান চলেছে।
এ সময় রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ জন্য জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সবোর্চ্চ কর্মকর্তারা বাংলাদেশে এসে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রশিক্ষণ দেওয়াসহ সব ধরনের সহায়তা করবে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএম/আরআইএস/এমজেএফ