ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সন্ধ্যায় বঙ্গভবন যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
সন্ধ্যায় বঙ্গভবন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সন্ধ্যায় বঙ্গভবন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন।  

সাধারণত বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে এপ্রিলে চার দিনের ভারত সফর, যেখানে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।

আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ