রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন।
সাধারণত বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে এপ্রিলে চার দিনের ভারত সফর, যেখানে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।
আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএম/জেডএস