ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জঙ্গি আটকে সাহসী ভূমিকায় তিন নারীকে সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ময়মনসিংহে জঙ্গি আটকে সাহসী ভূমিকায় তিন নারীকে সম্মাননা জঙ্গি আটকে সাহসী ভূমিকায় তিন নারীকে সম্মাননা। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহাদ নামে এক জঙ্গিকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়ে দুঃসাহসিক পরিচয় দেওয়ায় তিন নারীকে সম্মাননা ও পুরস্কার দিয়েছে জেলা পুলিশ।

ওই তিন নারী হলেন- আছিয়া খাতুন, আয়াতুন্নেছা ও  মিনারা খাতুন।

মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ লাইন্সে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

এসময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ