ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে পাথর কোয়ারিতে ৭টি শ্যালো মেশিন ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জাফলংয়ে পাথর কোয়ারিতে ৭টি শ্যালো মেশিন ধ্বংস জাফলংয়ে পাথর কোয়ারিতে ৭টি শ্যালো মেশিন ধ্বংস-ছবি: বাংলানিউজ

সিলেট: জাফলংয়ের পাথর কোয়ারিতে সাতটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে যৌথবাহিনীর অভিযানে মন্দির জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত শ্যালো মেশিনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

অভিযানকালে অবৈধ পাথর উত্তোলনে সৃষ্ট গর্ত সপ্তাহের মধ্যে ভরাটের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

পাথর উত্তোলনে জড়িত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পরিবেশ অধিদফতরকে সুপারিশ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদফতর, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ