মঙ্গলবার (১৬ মে) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শাহজালাল বিমানবন্দরে এখন হাত বাড়ালেই ডাস্টবিন পাওয়া যাবে।
এজন্য এখন থেকে এয়ারপোর্টের যেখানে সেখানে ময়লা ফেলে নোংরা না করে ডাস্টবিনে ময়লা ফেলবো। আর এজন্য প্রয়োজন একটু সদিচ্ছা’।
অনুষ্ঠানে শাহজালাল বিমানবন্দরের ডিরেক্টর, এয়ারপোর্ট এপিবিএনের অপারেশনাল কমান্ডার শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আব্দুর রহমান, এএসপি জাহিদুল ইসলাম ও আশরাফুজ্জামান, বাংলাদেশ বিমান ও সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরকে ট্রেডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্যাক্সি সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ওয়ালটনের সহযোগিতায় বিমানবন্দরে ৩০টি ডাস্টবিন বসানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসজে/আরআইএস/এএসআর