ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
গোপালগঞ্জ শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি গোপালগঞ্জ শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সহায়তার জন্য ‘শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্টি’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে মেয়র কাজী লেয়াকত আলি লিকু প্রকল্পটির উদ্বোধন করেন।

গোপালগঞ্জ পৌরসভা ও মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

পৌর এলাকার দুস্থ অসহায় বিশেষ করে নারী ও শিশুদের আইনগত অধিকার প্রতিষ্ঠাই হবে এ প্রকল্পের মূল কাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বকারী অ্যাডভোকেট খান মো. শহীদ।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।