মঙ্গলবার (১৬ মে) দুপুরে পলাশবাড়ী হালমাঝি পাড়ায় হালিমার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চার বছর আগে রিকশাচালক এনতাজ আলীর মেয়ে মিনারার সঙ্গে বিয়ে হয় মজিদুলের।
দুপুরে বাড়ির লোকজন মিনারাকে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরআইএস/এমজেএফ