ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে মিনারা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মজিদুলের ইসলাম পালাতক রয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে পলাশবাড়ী হালমাঝি পাড়ায় হালিমার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চার বছর আগে রিকশাচালক এনতাজ আলীর মেয়ে মিনারার সঙ্গে বিয়ে হয় মজিদুলের।

স্বামীর পরকীয়া নিয়ে পারিবারিক কলহ ছিলো। বিষয়টি নিয়ে কয়েক দফায় বিচার সালিশও হয়েছে।

দুপুরে বাড়ির লোকজন মিনারাকে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।