মঙ্গলবার (১৬ মে) বিকেলে ওই বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী রতনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের ওই শিক্ষকের বাড়িতে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী।
ব্লাক বোর্ডে অংক তুলে দিয়ে ওই ছাত্রীর পেছনের একটি সিটে বসে ওই শিক্ষক। পরে পেছনের ওই সিট থেকে ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন তিনি। হয়রানি বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়।
পরে পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলে এর প্রাথমিক সত্যতা জানতে পারেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ