ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে ওই বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী রতনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা বাংলানিউজকে জানান, বিদ্যালয়ের ওই শিক্ষকের বাড়িতে গণিত বিষয়ে প্রাইভেট পড়তো অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায় সে। তার সঙ্গে একই শ্রেণির আরও কয়েকজন ছেলেমেয়ে প্রাইভেট পড়তো।

ব্লাক বোর্ডে অংক তুলে দিয়ে ওই ছাত্রীর পেছনের একটি সিটে বসে ওই শিক্ষক। পরে পেছনের ওই সিট থেকে ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন তিনি। হয়রানি বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়।

পরে পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলে এর প্রাথমিক সত্যতা জানতে পারেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।