মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২টায় ১৪ মাস কারাভোগের পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলারের পাশে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো ভারতীয়রা হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলা সদরের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো (৩৫), তার ছেলে সুভ্রত মাহাতো (৮) ও একই এলাকার পূর্ণিমা মাহাতো (৫০)।
হস্তান্তরকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন ভারতের হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির হোসেনের কাছে তাদের হস্তান্তর করে।
এ সময় বিএসএফের হিলি ক্যাম্পের কমান্ডার এসি ওয়াজির চান্দ ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদারসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি আফতাব হোসেন বাংলানিউজকে জানান, প্রায় দেড়বছর আগে দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদের আটক করে। পরে ১৪ মাস কারাভোগের পর কারাকৃর্তপক্ষ তাদের ফেরত পাঠানোর জন্য হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এএটি/এমজেএফ