মঙ্গলবার (১৬ মে) দুপুরে সাভার পৌর এলাকার কাতলাপুরে এ ঘটনা ঘটে। কল্পনা রংপুরের ইমানপুর কৈপাড়া গ্রামের মিঠাপুকুর থানার পদো চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে কল্পনা পার্শ্ববর্তী ভাইয়ের বাসায় যান। দুপুরে দেবর কাজলও সেখানে উপস্থিত হন। এসময় তাদের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে ঝগড় হয়। একপর্যায়ে কল্পনার গলায় ছুরিকাঘাত করে কাজল। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/