তার বিরুদ্ধে জাল পর্চা ও জাল দলিলপত্র তৈরি করে জমির শ্রেণি পরিবর্তন এবং ২৭ লাখ ৬৬ হাজার টাকা কর ফাঁকির মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. ফজলুল বারির নেতৃত্বে দুদকের একটি দল মঙ্গলবার (১৬ মে) দুপুর ১টার দিকে ওই বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করে।
মো. ফজলুল বারি বলেন, ২০১৪ সালের ৬ আগস্ট পালং মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদক এর ফরিদপুর অঞ্চলের তৎকালীন উপ-পরিচালক মলয় কুমার সাহা। ওই মামলার চার নম্বর আসামি আনোয়ার কামাল। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।
বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই