ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. এনামুল হাওলাদার (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নে পায়রা বন্দর সংলগ্ন একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

এনামুল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় এনামুল। এ সময় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।