ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক দুই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কিশোরগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ আটক দুই

কিশোরগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চারশ’ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব-১৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমূল আরেফিন পরাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন-সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাচাচর গ্রামের আয়াতুল্লাহ’র ছেলে আনোয়ার হোসেন (২৪) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাশুয়া গ্রামের শোয়াই মিয়ার ছেলে শামসুদ্দিন (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় র‌্যাবের একটি দল। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও গাঁজা পাওয়ায় ওই গাড়িতে থাকা আনোয়ার হোসেন ও শামসুদ্দিনকে আটক করা হয়। এছাড়া এসময় আটক দু’জনের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও পাঁচশ’ টাকা উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।